Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

এ্যাম্বুলেন্স সার্ভিস :

১।অত্র অধিদপ্তর স্থানীয় ভাবে বা আন্ত:জেলা পর্যায় রোগী পরিবহনেরে নিমিত্তে জনসাধারণের জন্য এ্যম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে ।

২।এ্যম্বুলেন্স সার্ভিসের আতায় শুধুমাত্র রোগীকে বাসা থেকে হাসপাতালে অথবা দূর্ঘটনার স্থান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় ।

৩।এ সেবার জন্য স্থানীয় পর্যায়ে বা পেৌর এলাকায় ফোনের বা বার্তাবাহকের মাধ্যমে এ্যম্বুলেন্স কল গ্রহণ করা হয় ।

৪।আন্ত:জেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেতে রোগীর পরিবহনের জন্য নির্ধারিত ফরম পূরণ পূর্বক পূর্ক অনুমোদন নিত হয়।

৫। রোগী পরিবহনের জন্য ভাড়ার হার নিন্মরুপঃ

ক) দেশের সকল মেট্রোপলিটন শহর এলাকাসহ সকল পৌর এলাকায় ১ (এক) মাইল/১কিলোমিটার হতে ৫ মাইল /৮ কলিোমটিার পযর্ন্ত ১০০/-(একশত) টাকা।

খ) ৫ মাইলের উর্দ্ধে হতে ১০ মাইল অথবা আট কিলোমিটার  হতে ১৬ কিলোমিটার পযর্ন্ত প্রতিকল ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ।

গ। দুরবর্তী /আন্তঃজলো কলের ক্ষেত্রে প্রতিমাইল ১৫ (পনের) টাকা অথবা প্রতি কিলোমিটার ৯ (নয়) টাকা।

৬। এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় লাশ এবং সংক্রামক রোগী বহন করা হয় না।

অগ্নি প্রতিরোধ মুলক মহড়া, পরামর্শ ও প্রশিক্ষন সেবাঃ

১। উক্ত সেবা গ্রহনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়।

২। আবদেন প্রাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অত্র অধিদপ্তর আর্থিক সংশ্লেষ এ অন্যান্য শর্তাবলীসহ প্যাকজে প্রস্তাব প্রেরণ করে।

৩। সংশ্লিষ্ট প্রতষ্ঠিান উক্ত শর্ত পালনে সম্মত হলে অত্র অধিদপ্তরের মননিত করমর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত প্রয়োজনিয় সমম্বয়সাধন পূর্বক নিন্ম লিখিত সেবা প্রদান করে থাকে।

ক) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয় পরামর্শ প্রদান।

খ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয় প্রশক্ষিণ প্রদান

গ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয় মহড়া পরিচালনা।